মানবপাচার মামলায় হাইকোর্টে পারভেজের জামিন
লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রের সদস্য হিসেবে গ্রেফতার হওয়া নরসিংদীর পারভেজ হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। তিনি জানান, গত ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়। এসব মামলায় নরসিংদীর পারভেজ হোসেন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও জানান, গত ৩ নভেম্বর পারভেজের জামিন কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আজ ওই রুল যথাযথ ঘোষণা করে তাকে স্থায়ী জামিন দেন আদালত।
এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলেও জানান তিনি।
এফএইচ/এসজে/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় কারাগারে সাংবাদিক মোল্লা জালাল
- ২ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল
- ৩ খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
- ৪ জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার
- ৫ সাংবিধানিক অধিকার রক্ষার কাজ এখনও শেষ হয়নি: ড. কামাল হোসেন