ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ননী তাহেরের তদন্ত কর্মকর্তার জবানবন্দি পেশ

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার রাজাকার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে প্রসিকিউশনেবর ২৩তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য ১১ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  এ আদেশ  দেন। অন্য দুই সদস্য- বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
 
প্রসিকিউশনের ২৩তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে তিনি বলেন ,আমি তদন্ত করে দেখেছি ,আসামিরা একাত্তরের মুক্তিযুদ্ধে সময় মানবতাবিরোধী অপরাধ করেছে জবানবন্দী শেষে তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য ১১ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।  প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি সাক্ষীকে জবানবন্দীতে সহায়তা করেন।

সাক্ষী তদন্ত কর্মকর্তা তার জবানবন্দীতে বলেন, আমার নাম মো. শাহজাহান কবির। আমি একজন পুলিশ পরিদর্শক। আমি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আমি এই দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য  ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করি। ঘটনা সম্পর্কে অভিহিত আছেন এমন ৩২ জন সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করি। সোর্স নিয়োগ করে তথ্য সংগ্রহ করি। সাক্ষ্য ও তদন্তে জানা যায় আসামীরা নেত্রকোনা মহকুমার বিভিন্ন থানা এলাকায হত্যা, গণহত্যা, নির্যাতন , লুন্ঠন , আটক ,অপহরণ অগ্নিসংযোগ ,দেশান্তরে বাধ্যকরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।

এফএইচ/জেডএইচ/আরআইপি