ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আরো তিন মামলায় শওকত মাহমুদের জামিন

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০১৫

নাশকতার তিন মামলায় বিএনাপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
 
এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোরসেদ আল মামুন ও মাসুদ রানা।
 
মাসুদ রানা জানান, আজ তিন মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর একই বেঞ্চ তাকে মতিঝিল থানার আরো দুইটি মামলায় আদালত জামিন দেন।
 
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে রমনা থানায় ১ টি, ৩০ তারিখ খিলগাঁও থানায় ১টি এবং রামপুরা থানায় ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ অপর মামলা দায়ের করে পুলিশ।
 
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়া হয় তাকে। এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শওকত মাহমুদকে। এর মধ্যে ৫ টি মামলায় শওকাত মাহমুদ জামিন পেলেন।

এফএইচ/এসকেডি/পিআর