ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

এসআই জাহিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৮ নভেম্বর ২০১৫

মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন এবং বিহারী যুবক জনি হত্যাসহ তিন মামলায় বরখাস্ত হওয়া পুলিশের (এসআই) জাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ। তিনি বলেন, দুই লাখ টাকা চাঁদা চেয়ে ২০১৪ সালের ১৩ জুলাই রাজধানীর শঙ্কর এলাকা থেকে মাহাবুবুর রহমান, তার স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছরের শিশুসন্তান মোশাররফকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। পরে থানায় মমতাজ ও তার সন্তান মোশাররফকে এক কক্ষে রেখে পাশের কক্ষে মাহাবুবুরের ওপর পুলিশ নির্যাতন চালায়। তাতে মাহাবুবুরের মৃত্যু হয়।

এ ঘটনায় বিচারিক (নিম্ন) আদালতে ১৭ জুলাই মিরপুর থানার ওসি সালাউদ্দিন, এসআই জাহিদসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন মমতাজ সুলতানা।এরপর জাহিদকে থানা থেকে আটক করে পুলিশ।

এদিকে মিরপুর থানায় কর্মরত অবস্থায় ১৩ জুলাই রাতে জাহিদের হেফাজতে সুজনের মৃত্যু হয়। পরে পুলিশ জাহিদের বিরুদ্ধে মামলা করে। এছাড়া মিরপুরের বিহারী ক্যাম্পের ইমতিয়াজ রকি নামের এক ব্যক্তি তার ছেলে জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে জাহিদের বিরুদ্ধে মামলা করেন।

এ তিন মামলায় গ্রেফতার জাহিদ হাইকোর্টে জামিন আবেদন করেন। রোববার শুনানি শেষে এ তিন মামলায় হাইকোর্ট এসআই জাহিদের আবেদন খারিজ করে দেন বলে জানান ড.বশির উল্লাহ।

এফএইচ/জেডএইচ/এমএস