তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিকর বক্তব্য দেয়ায় অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন।
গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটি দায়ের করেন। মামলার নথিতে বলা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা পেয়ে গত ২০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আরএস/এসকেডি/এমএস