ডিসেম্বরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বহাল
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা পুনর্বিবেচনা করে অবকাশকালীন ছুটি বহাল রাখা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুলকোর্ট সভা’র এক সিদ্ধান্ত অনুযায়ী ইতোপূর্বে বাতিল করা ছুটি পুনর্বিবেচনা করে আগামী ২০ থেকে ২৪ এবং ২৭ থেকে ৩১ ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ঘোষণা করেছেন ফুলকোর্ট সভা।
এছাড়া ‘ফুলকোর্ট সভা’র সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫, ২৭ ও ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতসমূহে ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ছুটির তথ্য উল্লেখ করা হয়।
এর আগে ভার্চুয়ালে অনুষ্ঠিত এক ‘ফুলকোর্ট সভা’র সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের এ বছরের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে গত ১৯ আগস্ট দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিষ্টাব্দের বর্ষপঞ্জিতে থাকা ১৬ আগস্টের পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।’
এফএইচ/এফআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন শিবিরের ৭ নেতাকর্মী
- ২ হাসিনার ২ উপদেষ্টা ও ১০ সাবেক মন্ত্রীর ট্রাইব্যুনালে হাজিরা কাল
- ৩ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালালো আসামি, পুলিশের ২ সদস্য বরখাস্ত
- ৪ খালেদা জিয়াসহ আটজনের মামলায় আরও সাতজনের সাক্ষ্য
- ৫ হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে