ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ফখরুলের পর এবার কারাগারে গয়েশ্বর

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের পর এবার দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রামপুরা থানার একটি মামলায় বুধবার তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। বুধবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে প্রেরণ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা সচল হওয়ায় ফের মামলা আতঙ্কে রয়েছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। এমনিতেই দীর্ঘদিন ধরে দলটি মামলায় বিপর্যস্ত। তার ওপর একের পর এক অশুভ বার্তা যেন দিনের পর দিন বিপর্যস্ত বিএনপিকে আরো দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে।

এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কারাগারে যাওয়ায় আতঙ্ক আরো বেড়ে গেছে।

এসএইচএস/আরআইপি