ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সহকারী অ্যাটর্নি জেনারেল শোয়েব মুহিত করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা মো. শোয়েব মুহিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, (১৫ সেপ্টেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গত ৩/৪ দিন তার জ্বর ছিল। এখন তিনি বাসায় চিকিৎসাধীন।

আমিন উদ্দিন মানিক আরও বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল সবার কাছে তার সুস্থতার জন্যে দোয়া চেয়েছেন।

বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. শোয়েব মুহিত চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মাদার্শা গ্রামের সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন সমিতির সাবেক সহ-সভাপতি।

এফএইচ/এনএফ/জেআইএম