ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

দুলুর মামলা : হাইকোর্টের আদেশ আপিলে বাতিল

প্রকাশিত: ১২:৪০ পিএম, ০২ নভেম্বর ২০১৫

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের করা আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পাক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অপরদিকে দুলুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

আপিল বিভাগের এই আদেশের ফলে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালে জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলাটি করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু।

হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিলে যায় দুদক।

সোমবার আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন।

এফএইচ/এসএইচএস/পিআর