আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা, বার কাউন্সিলে দুই রকম বিজ্ঞপ্তি
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামে স্বাক্ষরিত গত রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা গ্রহণে সম্মতি রয়েছে। পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ২০১৭ ও ২০২০ সালে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই সনদ দেয়ার দাবিতে আন্দোলন করছেন। তাদের মধ্যে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু বার কাউন্সিলের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ এই ৩৫৯০ জন শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
অথচ তাদের বিষয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর এই সচিব কর্তৃক স্বাক্ষরিত (স্মারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এমসিকিউ পরীক্ষায় অনুত্তীর্ণরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের আর নতুন করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে না। এ কারণে ওই পরীক্ষার্থীরা ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারির এমসিকিউ পরীক্ষায় অংশ নেননি।
এফএইচ/এমএসএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ খালেদার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
- ২ অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ১৪ জানুয়ারি
- ৩ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
- ৪ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
- ৫ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি