সাহেদকে ডিবি থেকে র্যাবে হস্তান্তর
করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের প্রতারণার মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে, সাহেদকে হস্তান্তর করা হয়েছে র্যাবের কাছে।
র্যাব কর্তৃক আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার আসামি সাহেদকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
সাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ মামলা হস্তান্তরের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, ‘রিজেন্ট হাসপাতালে অভিযানের পর র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। র্যাবের দায়ের করা মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানা এবং পরে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার সাহেদ করিমের মামলার তদন্ত করার জন্য র্যাবকে দায়িত্বভার দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্রসহ আসামি সাহেদকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গত বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে র্যাব। তবে সাহেদকে নিয়ে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে ডিবি।
তিনি আরও বলেন, ‘সাহেদকে গ্রেফতারের পর থেকে কাজ শুরু করেছে র্যাব। তবে মামলার তদন্ত প্রক্রিয়ায় আমরা ডিবি তদন্ত করছি। (সাহেদ) পাঁচদিন আমাদের কাছে রিমান্ডে ছিল। তার কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি।’
‘সাহেদ গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযানে উদ্ধার অস্ত্র কোনো কাজে ব্যবহৃত হয়েছে কি-না’-এমন প্রশ্নে আব্দুল বাতেন বলেন, ‘অস্ত্রটি কোথাও ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। মাঝে মাঝে অপরাধীরা বৈধ অস্ত্রের পাশাপাশি অপরাধ আড়াল করতে অবৈধ অস্ত্র ব্যবহার করে থাকে।’
কী পরিমাণ করোনার নমুনা পরীক্ষায় সাহেদের রিজেন্ট হাসপাতাল প্রতারণা করেছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা তদন্তে জানতে পেরেছি রিজেন্ট হাসপাতাল থেকে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার করোনার রিপোর্ট প্রদান করা হয়েছিল। সাড়ে পাঁচ হাজার রিপোর্টই যে গরমিল ছিল সেটা বলা যাবে না। যে সার্টিফিকেটের মধ্যে একজন ব্যক্তি করোনা পজিটিভ না হয়েও পজিটিভ দেয়া হয়েছে কিংবা পরীক্ষায় নেগেটিভ এসেছে কিন্তু অনুমান করে বলা হয়েছে পজিটিভ, সেগুলো প্রতারণার প্রমাণের জন্য কালেক্ট করতে হবে। সে প্রক্রিয়া চলছে।’
জেইউ/এসআর/পিআর
টাইমলাইন
- ০১:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২০ বুকে ব্যথা : বিএসএমএমইউতে চিকিৎসা চলছে সাহেদের
- ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২০ সাহেদের অস্ত্র মামলার চার্জশিট
- ০৫:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২০ যেখান থেকে গ্রেফতার সেখানে সাহেদ
- ০৮:২৯ পিএম, ২৭ জুলাই ২০২০ ১০ দিনের রিমান্ডে খুলনায় সাহেদ
- ০৯:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২০ একজনের কাছ থেকেই দেড় কোটি টাকা মেরে দেন সাহেদ
- ০১:১৭ পিএম, ২৩ জুলাই ২০২০ সাহেদকে ডিবি থেকে র্যাবে হস্তান্তর
- ১২:৩২ পিএম, ২২ জুলাই ২০২০ সাহেদের মামলা বহু, সাজা কম
- ০৯:৫১ পিএম, ২১ জুলাই ২০২০ করোনার ভুয়া রিপোর্ট: সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
- ০৯:৩৫ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৯:৩০ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৮:৫০ পিএম, ২১ জুলাই ২০২০ মেট্রোরেলের ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট, সাহেদের বিরুদ্ধে মামলা
- ০৫:১২ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক
- ০৫:০৯ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদের মামলা তদন্তের দায়িত্ব পেল র্যাব
- ০৫:১১ পিএম, ২০ জুলাই ২০২০ সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব
- ০৬:৪০ পিএম, ১৯ জুলাই ২০২০ রিজেন্টের এমডি মাসুদের ভায়রা কারাগারে
- ০৪:০৩ পিএম, ১৯ জুলাই ২০২০ ১৪০ ফোনকল-ই-মেইলে র্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে অভিযোগ
- ০১:৪১ পিএম, ১৯ জুলাই ২০২০ বিদেশে থেকেও অনেক সাহেদ ভূমিকা পালন করছে
- ১২:১৯ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
- ১২:১৩ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
- ০১:৪৬ পিএম, ১৮ জুলাই ২০২০ ‘বিপণনের জন্য’ জাল টাকা সংগ্রহ করেন সাহেদ
- ১১:০৬ এএম, ১৮ জুলাই ২০২০ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদের বিরুদ্ধে প্রতারণা মামলা
- ০৯:৪৯ এএম, ১৮ জুলাই ২০২০ সাহেদকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা
- ০৮:৫০ পিএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের মতো ‘দুধের মাছি’দের নিয়ে অধিক সতর্ক আ.লীগ
- ১১:০১ এএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা : প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
- ১০:১৫ পিএম, ১৬ জুলাই ২০২০ ক্লিন ইমেজ দাবি করা সাহেদ মূলত পাষণ্ড প্রকৃতির!
- ০৩:০৬ পিএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা, র্যাবের মামলা
- ০২:৩০ পিএম, ১৬ জুলাই ২০২০ ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না সাহেদ
- ০২:২৩ পিএম, ১৬ জুলাই ২০২০ প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ : ডিবি
- ১২:২৮ পিএম, ১৬ জুলাই ২০২০ কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি
- ১১:০৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে, তরিকুল সাত দিনের
- ১০:৪৪ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি
- ১০:৩৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদকে আদালতে নেয়া হয়েছে
- ০৯:৫৬ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা
- ১২:২৯ এএম, ১৬ জুলাই ২০২০ চার ব্যাংক থেকে সাহেদ সংশ্লিষ্ট নথি তলব করেছে দুদক
- ১১:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাজা পরোয়ানা মাথায় নিয়ে ১০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন সাহেদ
- ০৮:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি
- ০৭:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২০ পাওনা টাকা চাইলেই মেরে ফেলার হুমকি দিত সাহেদ
- ০৬:৩২ পিএম, ১৫ জুলাই ২০২০ স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে সাহেদ
- ০৬:২১ পিএম, ১৫ জুলাই ২০২০ ঢামেকে সাহেদকে এতটুকুও বিচলিত দেখা যায়নি!
- ০৫:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ ঢামেক হাসপাতালে
- ০৪:২৮ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদের প্রতারণায় ভুক্তভোগীদের সহায়তা দিচ্ছে র্যাব
- ০১:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ আবারও সদর দফতরে সাহেদ, দুপুরে সংবাদ সম্মেলন র্যাবের
- ১২:৩৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে অভিযানে র্যাব
- ১২:২৭ পিএম, ১৫ জুলাই ২০২০ উত্তরায় একটি ভবন ঘিরে রেখেছে র্যাব
- ১১:৩৯ এএম, ১৫ জুলাই ২০২০ বারবার অবস্থান বদলেছেন সাহেদ
- ১০:৫৬ এএম, ১৫ জুলাই ২০২০ এলাকাবাসী মারতে চেয়েছিলেন সাহেদকে
- ১০:২৪ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাব সদর দফতরে সাহেদ
- ১০:২০ এএম, ১৫ জুলাই ২০২০ কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বলেছিলেন সাহেদ
- ১০:১৫ এএম, ১৫ জুলাই ২০২০ মোটা হওয়ায় দৌড়াতে পারেননি সাহেদ
- ০৯:২২ এএম, ১৫ জুলাই ২০২০ প্রত্যক্ষদর্শীর বর্ণনা : যেভাবে গ্রেফতার হলেন সাহেদ
- ০৯:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ ঢাকায় আনা হয়েছে সাহেদকে
- ০৮:৫৮ এএম, ১৫ জুলাই ২০২০ ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন সাহেদ
- ০৮:২৮ এএম, ১৫ জুলাই ২০২০ বোরকা পরিহিত সাহেদকে নর্দমা থেকে টেনে বের করে র্যাব
- ০৭:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে
- ০৬:৫১ এএম, ১৫ জুলাই ২০২০ যেসব কুকর্মে গ্রেফতার সাহেদ
- ০৬:২৯ এএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ গ্রেফতার