করোনার জাল সনদ তৈরি : আরিফুজ্জামান কারাগারে
ঢাকার নিম্ন আদালত এলাকায় কম্পিউটারে করোনাভাইরাস পরীক্ষার জাল সনদ তৈরির অভিযোগে গ্রেফতার আরিফুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া এ আদেশ দেন।
এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় কম্পিউটারে করোনার জাল সনদ তৈরির অভিযোগে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার নিম্ন আদালত এলাকা থেকে করোনার জাল সনদ তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। তিনি ঢাকার নিম্ন আদালত এলাকায় কম্পিউটার টাইপের কাজ করেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
জেএ/এমএসএইচ/এমকেএইচ