সাবরিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করবেন।
আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজত খানায় রাখা হয়।
ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেফতার করে পুলিশ।
জেএ/এনএফ/এমএস
টাইমলাইন
- ০২:০৭ পিএম, ২০ জুলাই ২০২০ কারাগারে ডা. সাবরিনা
- ০৬:০৬ পিএম, ১৭ জুলাই ২০২০ অধিদফতরে প্রভাব খাটিয়ে আরিফকে কাজ পাইয়ে দিতেন সাবরিনা
- ০২:০৬ পিএম, ১৭ জুলাই ২০২০ সাবরিনা আবারও রিমান্ডে
- ০১:১০ পিএম, ১৭ জুলাই ২০২০ সাবরিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
- ১২:৫৪ পিএম, ১৭ জুলাই ২০২০ আদালতের হাজতে রাখা হয়েছে ডা. সাবরিনাকে
- ১২:১৩ পিএম, ১৭ জুলাই ২০২০ সাবরিনাকে নেয়া হচ্ছে আদালতে, চাওয়া হবে আবারও রিমান্ড
- ১১:৩২ এএম, ১৪ জুলাই ২০২০ ডিবি কার্যালয়ে সাবরিনা
- ০৭:৪৬ পিএম, ১৩ জুলাই ২০২০ ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক
- ১২:০৯ পিএম, ১৩ জুলাই ২০২০ ৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা
- ০৬:৩০ পিএম, ১২ জুলাই ২০২০ ডা. সাবরিনা বরখাস্ত
- ০৬:০৯ পিএম, ১২ জুলাই ২০২০ কে এই সাবরিনা, জিজ্ঞাসাবাদে যেখানে আটকে যান তিনি
- ০৪:৪৭ পিএম, ১২ জুলাই ২০২০ জিজ্ঞাসাবাদে সাবরিনার উত্তর সন্তোষজনক ছিল না, তাই গ্রেফতার
- ০৩:২৬ পিএম, ১২ জুলাই ২০২০ জেকেজির ডা. সাবরিনা গ্রেফতার
- ০২:৫০ পিএম, ১২ জুলাই ২০২০ জেকেজির ডা. সাবরিনা পুলিশ হেফাজতে, জিজ্ঞাসাবাদ চলছে