ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

করোনায় মুক্তিযোদ্ধা আলী হাসানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৫ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হাসান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডেপুর্টি অ্যার্টনি জেনারেল ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মরহুমের ছেলে নাজিফ আলী জাইয়ানের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে শিকদার মেডিকেলের উল্টো পাশে জানাজা শেষে রায়েরবাগ কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তিনি ঢাকায় নাজিরাবাজার এলাকায় আগাসাদেক রোডের একটি বাসায় বসবাস করতেন। গ্রামের বাড়ি সাভারের আমিন বাজার এলাকায়।

তিনি ১৯৮৮ সালের ৮ এপ্রিল আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে ২১ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। পরে ১৯৯৮ সালের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশার অনুমতিপ্রাপ্ত হন এবং একই সনের ১৬ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করেন।

তার মৃত্যুতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি গভীর শোক ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। এছাড়াও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

এফএইচ/এফআর/এমএস