টাঙ্গাইলের উপ-নির্বাচন স্থগিত
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের সকল কাযক্রম স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার নির্বাচন কমিশনের করা আপিল আবেদনের শুনানিতে এই আদেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আদালতের শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ ছিলেন, ব্যারিস্টার ড. মো. ইয়াসীন খান, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শানজানা ইয়াসীন খান। ইসির পক্ষে পারসোনাল ক্যাপাসিটিতে (ব্যক্তিগত ক্ষমতায়) শুনানি করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
এর আগে ২৬ অক্টোবর সোমবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন নির্বাচন কমিশন।
গত ২১ অক্টোবর তার মনোনয়ন পত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে কাদের সিদ্দিকীর মনোয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন ও রিটানিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ২১ অক্টোবর বুধবার হাইকোর্টের বিচারপতি মো.মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ নির্বাচন কমিশন ও রিটানিং অফিসারের সিদ্ধান্ত স্থগিত করে এই আদেশ দেন।
প্রসঙ্গত, ইসি’র তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এফএইচ/এসকেডি/এমএস