করোনায় আক্রান্ত ও মৃত আইনজীবীদের তথ্য চেয়েছে বার কাউন্সিল
করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুবরণকারী আইনজীবীদের তালিকা চেয়ে দেশের প্রত্যেক আইনজীবী সমিতিতে (বারে) নোটিশ পাঠিয়েছে আইনজীবীদের সনদ প্রদানকারী ও একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ পদমর্যাদার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয়। জাগো নিউজকেএ তথ্য জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো.মোখলেসুর রহমান বাদল।
নোটিশে বলা হয়, আপনার সমিতির যে সকল আইনজীবী কোভিড-১৯ (করোনাভাইরাস)-এ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের তালিকা ছক মোতাবেক বাংলাদেশ বার কাউন্সিলে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বার কাউন্সিলের নোটিশটি সকল জেলা বারে পাঠানোর বিষয়ে সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমের অন্যতম সদস্য।
এফএইচ/এমএফ/এমএস