ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনজীবী আসাদের মুক্তির দাবি ডিফেন্স টিমের

প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৪ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত  জামায়াতের আমীর মাওলানা মতিউর নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনের মুক্তি দাবি করেছে ডিফেন্স টিমের আইনজীবী। শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে আটক করে। রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলসের একটি গাড়ি (গাড়ি নং- ৮০৩২) থেকে তাকে তুলে নেয়া হয়। ডিবি-পুলিশ রাতেই আসাদ উদ্দিনকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলায় আপিল বিভাগে রিভিউ শুনানীর কয়েকদিন পূর্বে তার আইনজীবী আসাদ উদ্দিনকে আটক ও আরেক আইনজীবী শিশির মনিরের বাসায় পুলিশি তল্লাশি ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল বলেও দাবি করেন ডিফেন্স টিম।

সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে আটক করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের পক্ষ থেকে তীব্র নিন্দা ও অতিসত্ত্বর তাকে মুক্তি প্রদানের দাবি জানায় তারা।

এফএইচ/আরএস/আরআইপি