ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনজীবীদের করোনা চিকিৎসায় তিন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ জুন ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় এবং আক্রান্তদের চিকিৎসার জন্য তিনটি বিশেষায়িত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হাসপাতালগুলো হলো- হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতাল। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল চিকিৎসা করবে সম্পূর্ণ ফ্রিতে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আশা করি, ভবিষ্যতেও ওনারা আইনজীবীদের পাশে থাকবেন।’

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য সচিবের কাছে আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসার দাবিতে পৃথক দুটি আবেদন করা হয়েছিল।

সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, তাদের পরিবার ও স্টাফদের করোনা পরীক্ষার ব্যবস্থা এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কোনো বিশেষায়িত হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিয়ে আসছিলেন অনেক আইনজীবী।

এরপর রোববার (৬ জুন) থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিশেষ অনুমতিক্রমে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত বুথে প্রতিদিন ৭ জন আইনজীবীকে বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ করে দেন। কিন্তু চাহিদার তুলনায় এ সংখ্যা খুবই অপ্রতুল। কিন্তু আইনজীবী পরিবারের অন্যান্য সদস্য ও স্টাফদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। ইতিমধ্যে অনেকেই করোনা পজিটিভ হয়েছেন। অনেকের দ্রুত টেস্টের প্রয়োজন, অনেকের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়তে পারে এ লক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক গত ৮ ও ৯ জুন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে এ বিষয়ে পৃথক দুটি দরখাস্ত দাখিল করেন। হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতালে চিকিৎসা সেবার সুযোগ চাওয়া হয় সেখানে।

এফএইচ/এফআর/এমকেএইচ