ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনজীবীদের বাসায় পুলিশের অভিযান পেশাগত দায়িত্বে বাধার শামিল

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৩ অক্টোবর ২০১৫

আইনজীবীদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও অভিযান পেশাগত দায়িত্ব পালনে বাধার শামিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীপক্ষের (ডিফেন্স টিমের) আইনজীবীরা।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীপক্ষের আইনজীবীরা এসব মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতের আমীর মাওলানা মতিউর নিজামীর আইনজীবী অ্যাডভোকেট আসাদ
উদ্দিনকে ডিবি পুলিশ কর্তৃক তুলে নেয়ার ঘটনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীপক্ষের আইনজীবী মুহাম্মদ শিশির মুনিরের বাসায় পুলিশি অভিযান পরিচালনার ঘটনায় পেশাগত কাজে বাধার শামিল বলে জানান তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীপক্ষের আইনজীবী মুহাম্মদ শিশির মুনিরের বাসায়  বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তিনি বাসার বাহিরে অবস্থান করছিলেন। প্রায় এক ঘণ্টা বিরতির পর ডিবি পুলিশসহ আরো অনেক পোষাকধারী পুলিশ তার মোহাম্মদপুরের বাসায় আবারো তাকে খুঁজতে আসে এবং তাকে না পেয়ে তার গাড়িচালক আব্দুল আজিজকে নিয়ে যায়।

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাংলাদেশ জামায়াতের আমীর মাওলানা মতিউর নিজামীর আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে বৃহস্পতিবার ডিবি পুলিশ তাকে বাস থেকে তুলে নিয়ে যায়। আসাদ উদ্দিনের ভাই মাহমুদ জানায়, তাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আসাদ উদ্দিনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় তার বড় ভাই সালাহ উদ্দিন জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।

এফএইচ/এআরএস/পিআর