সুপ্রিম কোর্টে স্থাপিত বুথে করোনা টেস্ট করাতে পারবেন আইনজীবীরা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত করোনা টেস্ট বুথে সুপ্রিমকোর্ট (বার) আইনজীবী সমিতির সদস্যরা বিনামূল্যে করানো টেস্ট করাতে পারবেন। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭ জন আইনজীবীকে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হয়ে তাদের নমুনা দিতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জাগো নিউজকে জানান, ‘সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এখন থেকে প্রতিদিন ৭ জন আইনজীবী সম্পাদকের সনদ দেখিয়ে সুপ্রিম কোর্টের বুথে করোনা পরীক্ষা করাতে পারবেন।’
সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা এ সুযোগ পাবেন। কোনো সদস্যের করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তারের ব্যবস্থাপত্রের আলোকে সমিতির সম্পাদকের প্রত্যয়ন সাপেক্ষে এ টেস্ট করানো যাবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, টেস্টের পূর্বে সমিতি অফিস থেকে অনুমোদনপত্র গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতির প্রতি অশেষ কৃতজ্ঞতা আইনজীবীদেরকে এ সুযোগ দেয়ার জন্য।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে করোনা টেস্ট বুথ স্থাপন করা হয়।
এফএইচ/এমএফ/এমএস