ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

করোনা : সুপ্রিম কোর্টে ভবনের ফ্লোরে ধোয়া-মোছা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ জুন ২০২০

করোনাকালীন সময়ে পুরো সুপ্রিম কোর্টে ভবনের ফ্লোরে (মেজুতে) ঘষে-মেজে ধোয়া-মোছার কাজ চলছে। বৃহস্পতিবার সকালে থেকে আইনজীবী সমিতির ভবনের ফ্লোরে ধোয়া-মোছার কাজ করছিলেন ১২-১৩ জন পরিচ্ছন্নকর্মী।

পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠান-উৎসবে বা অবকাশের ছুটির পর সুপ্রিম কোর্টের পুরো ভবন ধুয়ে মুছে সাফ করতে হয়। কিন্তু এবার বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে অনেকদিন বন্ধ ছিল কোর্ট। দীর্ঘ দীন আইনজীবীরা আসা-যাওয়া করেননি। তাই বন্ধের মাঝে একটু ধোলা ময়লা লেগেছে। তাই এসব পরিচ্ছন্ন কাজ চলছে।

বুধবার দেখা গেছে, অ্যানেক্স বিল্ডিং থেকে ধোয়া-মোছার কাজ শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের রুমের সামনে পরিষ্কারের কাজে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা।

jagonews24

নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করছেন তারা। বড় বালতিতে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে তা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। বন্ধের সময়ে আইনজীবী ও সেবাগ্রহীতাদের উপস্থিতি কম হওয়াই পরিষ্কার কাজ ভালোভাবে করা যাচ্ছে বলে জানান কর্মীরা।

সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, পুরো সুপ্রিম কোর্ট ভবনের বারান্দা এবং হাঁটাচলা করা হয় এমন সব জায়গা ধোয়া-মোছার কাজ চলছে। সুপ্রিম কোর্টেও সার্বিক পরিচ্ছন্নতার কাজ চলছে।

এখন ভার্চুয়ালে চলছে সুপ্রিম কোর্ট। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ১১টি বেঞ্চে বিচার কাজ অব্যাহত রয়েছে।

এফএইচ/জেডএ/এমএস