মামলা বেশি হওয়ায় হাইকোর্টের দুই ভার্চুয়াল বেঞ্চে আর আবেদন নয়
হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চে ভার্চুয়ালে আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ায় বেঞ্চ দুটি নতুন আবেদন না পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে (এনেক্স ১৯) ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে (এনেক্স ৫) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন আবেদন প্রেরণ না করতে অনুরোধ করা হলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।'
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নির্ধারিত অধিক্ষেত্রের আবেদন বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ (এনেক্স ২১) ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে (পুরাতন ২১) অনলাইনে মামলায় আবেদনের সিসি (ই-মেইল সিসি) রাষ্ট্রপক্ষসহ আদালতে পাঠাতে হবে।
এফএইচ/জেডএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ বেক্সিমকো গ্রুপের ৭৮ প্রতিষ্ঠানের ঋণের দায় ৫০ হাজার কোটি টাকা
- ২ যে কারণে বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি হচ্ছে না
- ৩ পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা পদে ৭৬২১ জনের ফলাফল দিতে নির্দেশ
- ৪ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ চারজন রিমান্ডে
- ৫ শেখ হাসিনা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল