ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২১ অক্টোবর ২০১৫

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু করছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালতে সাক্ষ্য দিচ্ছেন সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার ক্যাশিয়ার ওয়ালিদ আহমেদ। এর পর সাক্ষ্য দিবেন শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার সিনিয়র অফিসার মামুনুজ্জামান, মেট্রোমেকার্স অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার সাইফুল ইসলাম এবং ওই কোম্পানির উপ-পরিচালক চৌধুরী এম এন আলম।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এ মামলার তিন সাক্ষীকে জেরা করেন খালেদাসহ অন্য আসামির আইনজীবীরা। তারা হলেন- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মতিঝিল শাখার তৎকালীন ম্যানেজার নওশাদ মাহমুদ, রিলেশনশিপ ম্যানেজার আমিনুল ইসলাম ও কাস্টমার সার্ভিস ম্যানেজার অলোক কান্তি।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা প্রদান করেন।

এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে অপর একটি আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

জেডএইচ/পিআর