ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জেএমআই গ্রুপের মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ এএম, ১৫ মে ২০২০

জেএমআই গ্রুপের এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ই-মেইলের মাধ্যমে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এই রিট দায়ের করেন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সিএমএসডির পরিচালক এবং জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করার জন্য ডাক্তার-নার্স এবং অন্যান্যদের সুরক্ষার জন্য এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয় সরকার। তারই প্রেক্ষাপটে জেএমআই গ্রুপ এন-৯৫ মাস্কের নামে ২০ হাজার ৬০০ মাস্ক সরবরাহ করে। পরবর্তীতে দেখা যায় যে এই মাস্কগুলো প্রকৃতপক্ষে এন-৯৫ মাস্ক নয়, সাধারণ মাস্ক সাপ্লাই দেয়া হয়েছে। যেটা স্বীকার করেছে জেএমআই গ্রুপ।

তবে এখন পর্যন্ত এ প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়েছে বলে আমাদের জানা নেই। বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত কমিটি এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি তথা জেএমআই গ্রুপের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রিটে নির্দেশনা চাওয়া হয়।

এর আগে গত ১২ মে জেএমআই গ্রুপের এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এফএইচ/বিএ