সাকার পক্ষে সাক্ষী দিতে পাকিস্তানিসহ ৭ জনের আবেদন
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষী দেয়ার জন্য চার পাকিস্তানি নাগরিকসহ ৭ জন আবেদন করেছেন। সোমবার সকালে এ সাত নাগরিকের পক্ষে সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এ আবেদন করেন বলেন জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান জানান, এই সাতজনের মধ্যে চারজন পাকিস্তানের নাগরিক, একজন আমেরিকার নাগরিক এবং বাকি দু`জন বাংলাদেশি।
৪ পাকিস্তানি নাগরিক হলেন- পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরু, জাতীয় পরিষদের সাবেক সদস্য কর্মকর্তা ইশাক খান খাকওয়ানি, ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বার হারুন সাইগল ও মুনীব আর্জমান্দ খান।
এছাড়া আমেরিকান নাগরিক হলেন- ওসমান সিদ্দিক। বাংলাদেশি দু`জন হলেন- বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন ও তার মা জিন্নাত আরা বেগম।
এর আগে গত ১৪ অক্টোবর সাকার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন। তা শুনানির অপেক্ষায় আছে।
এফএইচ/জেডএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান