প্যান্ট চুরির অভিযোগে গ্রেফতার কালামের জামিন
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৩৫৮ পিস প্যান্ট চুরির অভিযোগে গ্রেফতার আবুল কালাম আজাদের (৪০) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২ মে) আবুল কালাম আজাদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিমানবন্দর থানার পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার বিমানবন্দর থানা এলাকা থেকে ৩৫৮ পিস প্যান্টসহ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় চুরির অভিযোগে একটি মামলা করা হয়।
জেএ/এনএফ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ২ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের
- ৩ ২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ৪ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে’
- ৫ বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলার প্রতিবেদন ১১ মার্চ