প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দেবে বার কাউন্সিল
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এর আগেও দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে কয়েকটি ধাপে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করা হয়েছে। এরই আলোকে ইতোমধ্যে বার কাউন্সিলের নেতৃবৃন্দরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বার কাউন্সিলের নির্বাহী সদস্য ও মানবাধিকার ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যার অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমানক বাদল জাগো নিউজকে বলেন, বার কাউন্সিলের পক্ষ থেকে ১ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে দেয়া হবে।
এই টাকা কবে নাগাদ পৌঁছানো হবে জানতে চাইলে তিনি বলেন, এটা যেকোনো দিন প্রধানমন্ত্রীর তহবিলে আমাদের নেতৃবৃন্দরা দিয়ে আসবেন।
করোনভাইরাসের প্রাদুর্ভাবে দেশের কোটি কোটি মানুষকে সহযোগিতা করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পিপিই অনুদান প্রদান করে আসছে মন্ত্রীবর্গ, এমপি, দেশের নামিদামি কোম্পানি, সামাজিক ব্যক্তিত্ব ও দেশি-বিদেশি সহায়তা সংস্থার পক্ষ থেকে।
মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬৬৭ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৬০ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এফএইচ/এমএসএইচ/এমএস