সুপ্রিম কোর্টে শুনানি, স্বাস্থ্যঝুঁকি এড়ানোর নির্দেশনা জারি হবে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে মামলার শুনানির সময় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত মতে, রোববার (৫ মে) থেকে বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল অধিক্ষেত্রের ‘অতীব জরুরি বিষয়সমূহ’ শুনানি করবেন বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তিনি বলেন, বিচারকার্য পরিচালনাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেশ জনসমাগমের সম্ভবনা রয়েছে। ফলশ্রুতিতে আইনজীবীগণসহ অনেকেই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থা উত্তরণে অনেকেই বিচারকার্য পরিচালনায় দৈহিক উপস্থিতি ব্যতীত ডিজিটাল প্রক্রিয়া চালুর কথা বলেছেন।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক বলেন, ‘আমাদের উদ্বেগের পুরো বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসানের সঙ্গে ফোনালাপ হয়েছে। তিনি আমাদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি শিগগিরই মামলার শুনানি সংক্রান্ত নির্দেশনা জারি করবেন। যেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটি প্রকাশ করা হবে।’
এফএইচ/এসএইচএস/এমএস