ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অর্থ দেয়ার সময় বাড়াল বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অধস্তন আদালতের কর্মরত কর্মচারীরা একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেবেন। কিন্তু আদালগুলোতে সরকারি ছুটি বর্ধিত হওয়ায় এবং বেশ কিছু জেলা লকডাউন থাকায় জায়গায় ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। ফলে অনেক জেলা এখনও টাকা উত্তোলন বা জমা প্রদান করতে পারেনি। বিধায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত টাকা জমা প্রদানের সময়সীমা বৃদ্ধি করা হলো।

বুধবার বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার একটি জরুরি বিজ্ঞপ্তি প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের নিমিত্তে ১৫ এপ্রিলের মধ্যে নিম্ন আদালতের কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের জন্য অনুরোধ করা হয়।কিন্তু অনিবার্য কারণবশত আদালতসমূহে সরকারি ছুটি বর্ধিত হওয়ায় এবং বেশ কিছু জেলা লকডাউন থাকায় ব্যাংকের শাখা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়।ফলে অনেক জেলা এখনো টাকা উত্তোলন বা জমা প্রদান করতে পারে নাই।বিধায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত টাকা জমা প্রদানের সময়সীমা বৃদ্ধি করা হলো।উক্ত সময়ের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এর আগে ১ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের মূল বেতন দিবেন বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারি অফিস-আদালত ছুটি ঘোষণা করেছে এবং জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার নির্দেশনা জারি করেছে।’

‘করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো অধিকতর বেগবান এবং কার্যকর করার লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান করেছে। উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কল্যাণে অ্যাসোসিয়েশনের বিচারকরা ইতোমধ্যে এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছেন। দেশবাসীর এ গভীর সংকটে আমরা বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারীরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি।’

‘এমতাবস্থায় দেশের প্রত্যেক জেলার দায়িত্বরত জেলা সভাপতি/সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালত/মহানগর দায়রা জজ আদালত/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এবং সব ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারীকে জেলার অধম্তন আদালতের কর্মরত প্রত্যেক কর্মচারীর নিকট থেকে মার্চের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ উত্তোলন করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদশে বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি,’- বলা হয় বিজ্ঞপ্তিতে।

জেএ/এনএফ/জেআইএম