সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এজিএম আবারও স্থগিত
দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
আগামী ১৩ এপ্রিল সোমবার এ সভা হওয়ার কথা ছিল। এর আগে এই সভা ৫ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করে ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতির কারণে এবং সুপ্রিম কোর্টসহ সারাদেশের সরকারি ও আধা সরকারি অফিসগুলো ছুটি বাড়ানোয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা পুনরায় স্থগিত করা হলো। সুপ্রিম কোর্ট খোলার পর স্থগিত সাধারণ সভার পরবর্তী তারিখ পুনর্নির্ধারণ করা হবে।’
এফএইচ/জেডএ/এমকেএইচ