ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ও সম্ভাব্য রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মাঝে ২৫০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

তারা হলেন- অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দীপা, ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

এ বিষয়ে সোমবার (৬ এপ্রিল) অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা বলেন, ‘আমরা ইতিমধ্যে কুষ্টিয়া সদর হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৫০ সেট সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছি। মাঠপর্যায়ে কথা বলে আমরা জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুরক্ষা সরঞ্জাম এখনও সবার কাছে পৌঁছায়নি।’

সংশ্লিষ্ট ডাক্তার. নার্স ও স্বাস্থ্যকর্মীরা পিপিই পেয়ে অনেক খুশি হয়েছেন বলেও জানান তিনি।

jagonews24

মিতা বলেন, ‘এই সংকটের মুহূর্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমরা চার আইনজীবী ছাড়াও এ কাজে আমাদের বন্ধুমহল সহযোগিতা করেছে। আগামীতে সহযোগিতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩-এ। মৃতের সংখ্যা ১৩।

এফএইচ/এফআর/এমকেএইচ