করোনা : শিশুদের জামিন ও মুক্তি নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা
করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি কিংবা জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস (এসসিএসসিসিআর)।
রোববার (৫ এপ্রিল) নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া শিশু আদালতেও কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শিশুদের জামিন আবেদন নিষ্পত্তি করা যায়, সে বিষয়েও প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
আজকের ভিডিও কনফারেন্সে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, ৫ এপ্রিল (রোববার) সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে। করোনায় উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কীভাবে সহজ আইনগত সহায়তা দেয়া যায়, সে সম্পর্কে আলোচনা হয়। শিশু আদালতে কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা যায়, সে সম্পর্কে আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ নেবে।
এ ছাড়া শিশুদের জামিন কিংবা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে অংশ নেন এসসিএসসিসিআর’র চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের একজন কর্মকর্তা।
এফএইচ/জেডএ/এমএস