করোনাকে ‘গজব’ বলে গুজব ছড়ানো ৬ জনের জামিন
‘মুসলমানদের জন্য করোনাভাইরাস কোনো আতঙ্কের কারণ নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর জন্য কঠিন আজাব-গজব’ শিরোনামে লিফলেট বিতরণের সময় গ্রেফতার হওয়া ছয়জন জামিন পেয়েছেন।
গত রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে মঙ্গলবার (৩১ মার্চ) জানা যায়।
জামিনপ্রাপ্ত ছয়জন হলে মো. আওকাত হোসাইন (৫৩), মো. ফেরদাউস হাসান টিটু (২৫), মো. তাওহিদুল ইসলাম (২৫), মো. মুসলিম উদ্দিন (২৩), মো. মফিজুল ইসলাম (২০) ও মো. ফরিদ হোসেন (২০)।
রমনা ও শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, রোববার (২৯ মার্চ) তাদের আদালতে হাজির করে পুলিশ। নেতিবাচক প্রচারণার অভিযোগে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। জামিনযোগ্য ধারায় মামলাটি হওয়ায় বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২৮ মার্চ সন্ধ্যায় আওকাত হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে লিফলেট বিতরণের সময় হাতেনাতে আটক করে পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে বাকি পাঁচজনকেও মৌচাক মার্কেটের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-২৫৯০) জব্দ করা হয়।
পরে আওকাত হোসাইনের নামে শাহবাগ থানায় এবং বাকি পাঁচজনের নামে রমনা থানায় দুটি মামলা হয়। জীবন বিপন্নকারী মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষমূলক কাজের জন্য এবং জন উপদ্রব সৃষ্টির অভিযোগে একই ধারায় মামলা দুটি হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়জন জানান, তারা মোট ৩২টি পিকআপ ভ্যানে করে ঢাকা শহরে এই লিফলেট বিতরণ করছেন।
জেএ/এইচএ/এমকেএইচ