ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

করোনা : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিনটি পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে অ্যাটর্নি জেনারেল অফিস।

সোমবার (১৬ মার্চ) অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠিতব্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অফিস সহায়ক (১,৫৮৯ জন), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (১,৪০৬ জন) এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৮৮৮ জন) পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।

jagonews24

পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এক্ষেত্রে কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

এর আগে গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অ্যাটর্নি জেনারেল অফিস।

এফএইচ/এসএইচএস/এমকেএইচ