ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

প্রত্যেক জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষে প্রত্যেক জেলা এবং উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। জেলা এবং উপজেলা কমপ্লেক্সে রাষ্ট্রীয় খরচে এ ম্যুরালগুলো নির্মাণ করতে হবে। এই কাজের অগ্রগতির ৩০ দিনের মধ্যে জানাতে হবে।

এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ৭ মার্চের গৌরবোজ্জল ইতিহাস অন্তর্ভুক্তির জন্য একটি রুল জারি করেছেন।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

একই বেঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেয়ার দিন ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট জারির নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি বলেন, ‘এ আদেশের ফলে ৭ মার্চকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হলো। প্রশাসনের কাজ হবে ৩০ দিনের মধ্যে একটি গেজেট নোটিফিকেশন করা, সে গেজেটের মাধ্যমে ভবিষ্যতে ৭ মার্চ রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হবে।’

আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, মুজিববর্ষে প্রত্যেক জেলা এবং উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ম্যুরাল নির্মাণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। জেলা এবং উপজেলা কমপ্লেক্সে রাষ্ট্রীয় খরচে এ ম্যুরালগুলো নির্মাণ করতে হবে। এ কাজের অগ্রগতি ৩০ দিনের মধ্যে জানাতে হবে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ৭ মার্চের গৌরবোজ্জল ইতিহাস অন্তুর্ভুক্তির জন্য একটি রুল জারি করেছেন।

এফএইচ/জেএইচ/পিআর