ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনজীবীদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরিবর্তন করা হয়েছে। নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফকে।

কমিটির আহ্বায়ক হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় নতুন করে এ এফ হাসান আরিফকে আহ্বায়ক করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরিবর্তনের কথা জানান।

এসময় সমিতির কার্যনির্বাহী কমিটির ১০ সদস্য উপস্থিত ছিলেন। ব্যারিস্টার খোকন বলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের ছেলে অসুস্থ। ছেলের চিকিৎসার স্বার্থে তিনি সুপ্রিম কোর্ট বারের নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, মনোনয়ন প্রত্যাহার ৪ মার্চ। ১১ ও ১২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেবে ভোটগ্রহণ।

এফএইচ/এমএফ/এমএস