ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জিকে শামীমের ১৯৪ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৬ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ জিকে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় করা মানি লন্ডারিং আইনের মামলায় তার ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আবেদনটি মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ রাজধানীর ঠিকাদারির মাফিয়া গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করেছে র‌্যাব। নিকেতন এ-ব্লক, ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে তার অফিসে র‌্যাব দীর্ঘ ১১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার অফিস থেকে ১ কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেএ/এফআর/জেআইএম