ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ভারত যাচ্ছেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০২:১৮ পিএম, ০১ অক্টোবর ২০১৫

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। ভারত সফরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির একান্ত ব্যাক্তিগত সহকারী জেলা জজ মো. আনিসুর রহমনান।

আগামী ৪ অক্টোবর থেকে  ৯ অক্টোবর পর্যন্ত এই সফরের সময় প্রধান বিচারপতির কার্যভার পালনে দায়িত্বে থাকবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া।

এর আগে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক এ  সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতির সময় অর্থাৎ আগামী ৪ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি  মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’

এফএইচ/এসকেডি/পিআর