ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘সালাহউদ্দিন কাদের বিচারকে অবজ্ঞা করেছেন’

প্রকাশিত: ০৭:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী নিষ্ঠুর ও নির্দয়ভাবে অপরাধ সংঘটিত করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এছাড়া তিনি বিচার কাজকে অবজ্ঞা করেছেন বলেও রায়ের পর্যবেক্ষণে মন্তব্য করা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী কোনো ধরনের অনুতাপ প্রকাশ করেননি বরং বিচার প্রক্রিয়াকে অবজ্ঞা করেছেন। ট্রাইব্যুনালের কর্তৃত্বকে অস্বীকার ও অসম্মান দেখিয়েছেন তিনি।

তার বিরুদ্ধে আনীত অপরাধের যে গভীরতা ও তীব্রতা তাতে তার মৃত্যুদণ্ডই শ্রেয়। তার প্রতি কোনো ধরনের অনুকম্পা দেখানো উচিত হবে না। রায়ে বলা হয়, সালাহউদ্দিন কাদের প্রত্যক্ষভাবে বর্বর এসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। আর সর্বোপরি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বর্বর অপরাধের অংশগ্রহণের ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়কে নির্মূল করা।

সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও রয়েছে। এর আগে রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল মামলার রায় প্রদানকারী চার বিচারপতি। অন্য বিচারপতিরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালত বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা মানব সভ্যতার বিরুদ্ধে একটি বর্বর অপরাধ। অপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী নিষ্ঠুর ও নির্দয়ভাবে এই অপরাধ সংঘটিত করেছেন। তিনি বেসামরিক ও নিরস্ত্র মানুষকে পাক আর্মির সহযোগিতায় নির্যাতন ও হত্যা করেছেন।

তিনি অব্যাহতভাবে জনগণের সম্পত্তি লুণ্ঠন ও ধ্বংস করেছেন। এছাড়া সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে ঠান্ডা মাথায় তিনি মানবতাবিরোধী অপরাধ সম্পাদন করেছেন। রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে তিনি নির্যাতন, হত্যা ও গুমের মতো অপরাধ সংঘটন করেছেন।

নিরীহ লোক হত্যায় তিনি সরাসরি জড়িত ছিলেন। তাই মৃত্যুদণ্ডর মতো শাস্তি দেয়ার জন্য এটি একটি অন্যতম যথার্থ মামলা। সালাহউদ্দিন কাদেরকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড হ্রাসে আপিল বিভাগ কোনো অকাট্য প্রমাণ খুঁজে পায়নি।

এফএইচ/বিএ