ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

এবার পালা পরোয়ানা জারির

প্রকাশিত: ০২:২২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়  ট্রাইব্যুনালে পৌঁছেছে। এবার ট্রাইব্যুনালের পালা মৃত্যু পরোয়ানা জারির।
 
বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (বিচারিক আদালতে) রায়ের কপি প্রেরণ করা হয়। রায়ের কপি ট্রাইব্যুনালের রেজিষ্ট্রারের মাধ্যমে বিচারপতির কছে পৌছেছে বলে ট্রাইব্যুনাল সুত্রে জানা গেছে। রায়ের কপি বুঝে পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী আসামীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করবেন বিচারিক আদালত।

এর আগে বেলা তিনটার দিকে মৃত্যুদণ্ড দিয়ে সাকা চৌধুরী ২১৭ পৃষ্ঠার  ও মুজাহিদের ১৯১ পৃষ্ঠার  আপিলের পূর্ণাঙ্গ রায়  প্রকাশ করে সুপ্রিমকোর্ট। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে।  

পূর্নাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এ পূর্নাঙ্গ রায় প্রকাশের জন্য অধীর আগ্রহে ছিলাম। আজ তার অবসান হলো।  পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকেই ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন আসামি সাকা চৌধুরী ও মুজাহিদ। তবে আসামিপক্ষে রিভিউ আবেদনের জন্য রাষ্ট্র বসে থাকবে না। দণ্ড কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নিবে রাষ্ট্র। আসামিরা রিভিউ দায়ের করলে তখন দণ্ড কার্যকর প্রক্রিয়া স্থগিত থাকবে। রিভিউ দায়ের করলে আদালতের অবকাশকালীন সময়েও শুনানি হতে কোন বাধা নেই।

আসামিপক্ষে আইনজীবী শিশির মনির পূর্নাঙ্গ রায় প্রকাশের পর বলেন, রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপির জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি ।  

# রায়ের কপি ট্রাইব্যুনালে
# মুজাহিদ রায় শুনবেন ঢাকায় : সাকা কাশিমপুরে

এফএইচ/এএইচ/পিআর