নাসিক এলাকার অটোরিকশা অপসারণের নির্দেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (হাইওয়ে, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর) এলাকার ব্যাটারি চালিত অটোরিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জেএন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মো. মাহবুবুর রহমান খান।
রুলে ওই এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা অপসারণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিকশা অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটির আওতায় থাকা তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আইনজীবীরা সাংবাদিকদের জানান- নারায়ণগঞ্জ সিটির হাইওয়ে, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর এলাকায় ব্যাটারিচালিত রিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেছেন।
এর আগে সোমবার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন রুহুল আমীনসহ পাঁচজন রিকশা (ব্যাটারি ছাড়া) মালিক।
এফএইচ/এসএইচএস/আরআইপি