ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কে হচ্ছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান?

প্রকাশিত: ০৮:২০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পদের নির্বাচন করতে নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে আজ। তবে কে হচ্ছেন দেশের সর্বোচ্চ আইন সংস্থার ভাইস চেয়ারম্যান তা নিয়ে চলছে জোর গুঞ্জন। ভাইস চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টর এম আমির উল ইসলাম। এখন কে হচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তা দেখার বিষয়।

বার কাউন্সিলের সভাকক্ষে মঙ্গলবার বিকেল চারটায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিকেল চারটায় সভা শেষে বার কাউন্সলের নতুন ভাইস চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য পদ ঘোষণা করা হবে।

গত ২৬ জুলাই অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। তিনিই হচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান এমনটাই শোনা যাচ্ছে। তবে এ পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে সিনিয়র দুই আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলামের আগ্রহ রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এর আগে তিনি বার কাউন্সিলের নির্বাচিত সদস্য পদ থেকে পদত্যাগ পত্র জমা দিবেন বলে সূত্রে জানা গেছে। তবে ব্যারিস্টার এম আমীর- উল ইসলাম কেন পদত্যাগ করবেন তার সঠিক তথ্য না পাওয়া গেলেও তাকে যেন ভাইস চেয়ারম্যান দিয়ে বার কাউন্সিলে রাখার প্রস্তাব আসে এমন ধারনা থেকে তিনি পদত্যাগ করবেন বলে গুজব ছড়িয়েছেন।

তবে আইনজীবীদের সূত্রে জানা যায়, বার কাউন্সিলের নির্বাচনের পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগ সমর্থিত নব নির্বাচিত সদস্যরা। ওই দিন বার কাউন্সলের নতুন ভাইস চেয়ারম্যান কে হবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। প্রধানমন্ত্রী ওই দিন বলেন, যিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি বার কাউন্সিলের নেতৃত্ব দিবেন।

গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোট ১৪টি পদের ১১টিতেই তারা জয় পেয়েছে। বাকী ৩টিতে পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল।

বার কাউন্সিলের সাধারণ আসনের সাত ও গ্রুপ আসনের সাত জন মিলে এখন নির্বাচিত ১৪ জনের মধ্য থেকেই নির্বাচিত হবেন একজন ভাইস চেয়ারম্যান। আর পদাধিকার বলে এ সংস্থার চেয়ারম্যান থাকবেন অ্যাটর্নি জেনারেল। এবারের নির্বাচনে সরকার সমর্থক প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের মধ্য থেকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তবে সম্ভাব্য দুজনের নাম এখন আলোচনায়।

এ ব্যাপারে অ্যাডভোকেট বাসেত মজুমদারও আশা প্রকাশ করে বলেছন, ‘আমি এ বার কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছি। আশা করি নির্বাচিত সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর কমিটির প্রথম সভায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য কমিটির দায়িত্বশীলরা নির্বাচিত হবেন।’

তিনি বলেন, ‘সে সভা সিদ্ধান্ত নিয়ে কে হবেন এ পদের কাণ্ডারি তা আগেই বলা কঠিন। তবে নির্বাচিত এ সদস্যদের মতামতের ভিত্তিতে সদস্যদের মধ্য থেকেই একজনকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হবেন।’

এফএইচ/এআরএস