মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফলাফল স্থগিত এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে রুল এবং নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জেএন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন। পরে রিট খারিজের বিষযটি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটির্নি জেনারেল কাজী জিনাত হক।
এর আগে রোববার সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট আবেদন করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যা্বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, দুদক, পুশিল কমিশনার ও শেরে বাংলা নগর থানার ওসিসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে দিয়েই গত শুক্রবার সারা দেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার ফলাফল ঘোষণা করা হয়েছে। যাতে প্রায় ৫৮ দশমিক চার শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান