ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আসলাম ও বাদ নুসরাত
অ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান আসলামকে আবারও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অপরদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহানের নিয়োগাদেশ বাতিল করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২১ জুলাই ৭০ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সময় এম এ কামরুল হাসান খান আসলাম বাদ পড়েন। কিন্তু সরকার নতুন করে পুনরায় তাকে নিয়োগ দিলেন।
অন্যদিকে গত ১০ জুলাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন নুসরাত জাহান। পরে ২১ জুলাই ৭০ জনের মধ্যে নুসরাত জাহানকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আবারও নিয়োগ দেয় সরকার।
জানা গেছে, নিয়োগ পাওয়ার পর থেকে তিনি কাজে যোগদান না করায় তার নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এফএইচ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো
- ২ সকালে হাসান আরিফের দ্বিতীয় জানাজা, মেয়ে দেশে ফিরলে দাফন
- ৩ ব্যাংক ডাকাতির চেষ্টা: দুই কিশোরের স্বীকারোক্তি, একজন রিমান্ডে
- ৪ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ৫ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের