ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেছেন বঙ্গবন্ধু : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি হবে চিরস্থায়ী। বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত সত্যভিত্তিক অসাম্প্রদায়িক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) আয়োজিত শহীদ সফিউর রহমান মিলানায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এ এফ এম মেসবাহ উদ্দিন, ব্যারিস্টার ফজলে নুর তাপস প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ছিল গভীর মানবিক দর্শন। সারাজীবন তিনি ঘুমন্ত মানুষের জাগরণে ব্যয় করেছেন। পচাত্তরে ঘাতকরা যখন তাকে হত্যা করে, তারা ভেবেছিল বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকবে না। তারা জানত না আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুর জীবনাদর্শ বুকে ধারণ করে আজও বাঙালিরা লালন করে তার সোনার বাংলার স্বপ্ন পূরণের প্রত্যয়।’

বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে আমি এখানে থাকতাম না। আমরা বিচারপতি হতাম না। বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু। তার সে স্বপ্নপূরণে সবাই মিলে কাজ করতে হবে। সবাই এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।’

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘যারা ৭ মার্চের ভাষণে অন্য কিছু খুঁজে পান তারা নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করছেন। দেশের ৯০ ভাগ মানুষ বাঙালি হতে পারলেও এখনও ১০ ভাগ রয়ে গেছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

এফএইচ/এসআর/পিআর

আরও পড়ুন