ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কিশোরগঞ্জের জেলা হিসাবরক্ষক সিরাজুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫২ পিএম, ২১ আগস্ট ২০১৯

ভূমির ক্ষতিপূরণের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার চার্জশিভুক্ত আসামি কিশোরগঞ্জের জেলা হিসাবরক্ষক কর্মকর্তা সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রেখে কিশোরগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় আদেশের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে দুদক।

পানি উন্নয়ন বোর্ডের ৫ কোটি টাকা আত্মসাতের গত বছরের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৩১ জুলাই সিরাজুল ইসলামসহ নয়জনকে আসামি করে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।

জেএ/এমআরএম

আরও পড়ুন