ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

গোয়ালন্দ থানার সাবেক ওসির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৯

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় রাজবাড়ীর জেলার গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে সাত বছর ও তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস তাকে কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আরেক মামলায় সাইফুল ইসলামকে পৃথক দুই ধারায় আরও সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুদকের আইনের ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। দুদক আইনের ২০০৪ এর ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানাও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জেএ/এমএসএইচ/পিআর

আরও পড়ুন