মিন্নির স্বীকারোক্তির আগে নাকি পরে এসপির ব্রিফিং : হাইকোর্ট
রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগে নাকি পরে দোষ স্বীকার-সংক্রান্ত বিষয়ে বরগুনার পুলিশ সুপর (এসপি) প্রেস ব্রিফিং (সংবাদ সম্মেলনে) করেছিলেন তার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট।
সেইসঙ্গে মিন্নিকে পুলিশ লাইন্সে নেওয়া, জিজ্ঞাসাবাদ, গ্রেফতার, আদালতে হাজির করা, রিমান্ড শুনানি ও পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে কী বলেছেন সেসব বিষয় বিস্তারিত জানাতে চেয়েছেন আদালত।
একইসঙ্গে ওই সংবাদ সম্মেলন নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আগামীকাল (মঙ্গলবার) সম্পূরক আবেদন করতে মিন্নির আইনজীবীদের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পীকেও এ বিষয়গুলো ভালোভাবে জেনে আসতে বলেছেন আদালত।
সোমবার মিন্নির জামিন আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সঙ্গে ছিলেন এম মঈনুল ইসলাম ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। আইনজীবী প্যানেলের অন্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন বাপ্পি।
শুনানি শেষে আইনজীবী বলেন, বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কখন গ্রেফতার করা হয়েছে, তারপর কবে আদালতে নেওয়া হয়েছে, ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে এবং পুলিশ সুপার কবে তার সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এর আগে গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাকে রামদা দিয়ে কোপাচ্ছেন।
ওই দিন রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। রিফাত ফরাজী গ্রেফতারের পর এখন কারাগারে। এই মামলায় গত ১৬ জুলাই মিন্নিকে সকাল পৌনে ১০টার দিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত ৯টায় দিকে গ্রেফতার দেখানো হয়।
পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তার জামিন চেয়ে প্রথমে বরগুনার বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়, যা গত ২১ জুলাই নাকচ হয়। এরপর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাওয়া হলে গত ৩০ জুলাই তা-ও নামঞ্জুর হয়। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে আয়শার আক্তার মিন্নির জামিন পেতে তার বাবার পক্ষে আইনজীবীরা গত ৫ অগাস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন।
গত ১৪ আগস্ট ওই জামিন শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জামিন আবেদনটি ফেরত দেন। এরপর রোববার (১৮ আগস্ট) বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন উপস্থাপন করা হয়। সেই আবেদন শুনানির জন্য আজ সোমবার (১৯ আগস্ট) দিন ঠিক করেন আদালত।
শুনানিতে জেড আই খান পান্না বলেন, ১৬ জুলাই মিন্নিকে জিজ্ঞাসার জন্য নেওয়া হয়, এরপর তাকে গ্রেফতার করা হয়, মিন্নির রিমান্ড আবেদনের শুনানিতে সেদিন তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া যায়নি। আর পুলিশ তাকে রিমান্ডে পেয়ে পুলিশ লাইন্সে নিয়ে গিয়েছিল, যা নিয়মের লঙ্ঘন।
‘মিন্নি ১৯ বছরের একটি মেয়ে, সে স্বামীকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটা ভিডিওতে এসেছে। কিন্তু পুলিশ সেই ভিডিও ১১ ভাগে ভাগ করে এখন বলছে- মিন্নি এই হত্যাকাণ্ডে জড়িত।’
পরে হাইকোর্ট বলেন, কোনো কোনো পত্রিকার খবরে বলা হয়েছে- মিন্নি হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আগেই পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে তার ‘অপরাধ স্বীকার’ করার খবর সাংবাদিকদের দেন।
আসলে সেদিন কী ঘটেছিল, পুলিশ সুপার কী বলেছিলেন, কখন বলেছিলেন- এ বিষয়গুলো তখন আদালতকে জানাতে মিন্নির আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়।
মিন্নির বাবা অভিযোগ করে আসছেন, ‘নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে’ মিন্নিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ। এর পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের হাত আছে বলেও তার দাবি।
গত ৮ আগস্ট হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আংশিক শুনানির পর জামিন পাওয়ার আশা না দেখে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আবেদন ফিরিয়ে নেন।
এফএইচ/এসএইচএস/এমএস
টাইমলাইন
- ১২:২৯ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : মালামাল ক্রোকের ভয়ে চার আসামির আত্মসমর্পণ
- ০৪:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ পুলিশ মিন্নির মাথায় পিস্তল ধরেছে, নির্যাতন করেছে : মিন্নির বাবা
- ১১:৪৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ সুপ্রিম কোর্টে মিন্নি
- ০৭:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ এবার ঢাকায় আসছেন মিন্নি
- ১১:৫৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে মিন্নি
- ০৯:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ রিফাত-মিন্নির নতুন ভিডিও, চাঞ্চল্যকর তথ্য
- ১০:০৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯ মিন্নি, এসপি এবং মিডিয়া ট্রায়াল
- ০৬:৩৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা : চার্জশিটভুক্ত আসামি শ্রাবণের জামিন
- ১০:১০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ আসামি থেকে সাক্ষী হবে মিন্নি, আশা বাবার
- ০৪:৪৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ বাবার হাত ধরে কারাগার থেকে বের হলেন মিন্নি
- ০৩:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ মিন্নি ও সুনাম দেবনাথকে নিয়ে আদালত প্রাঙ্গণে ক্ষোভ
- ০২:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ স্বামী হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি মিন্নি
- ০১:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ ‘সব কিছু গুছিয়ে রাখিস মিন্নি’
- ১১:৫১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যায় অভিযুক্ত ৬ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
- ১২:২৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা মামলার চার্জশিটের শুনানি আজ হচ্ছে না
- ০৮:৩২ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯ আমার মেয়ে নির্দোষ : মিন্নির বাবা
- ০৬:১২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা : স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ০১:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৯ মিন্নিকে কারামুক্ত করতে দু-চারদিন সময় লাগবে : আইনজীবী
- ১০:২৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না মিন্নি
- ০৭:২১ পিএম, ২৯ আগস্ট ২০১৯ জামিন পাওয়া মিন্নি ‘কথা বলতে’ পারবেন না
- ০৬:১৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ মিন্নির জামিনে হতাশ রিফাতের বাবা
- ০৫:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯ উই আর ভেরি শকড, আপিল করব : মিন্নির জামিন নিয়ে রাষ্ট্রপক্ষ
- ০৩:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০১৯ মিন্নিকে নিয়ে প্রেস ব্রিফিং : এসপিকে সতর্ক করলেন হাইকোর্ট
- ০২:৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৯ অবশেষে মিন্নির জামিন
- ০৩:২৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মিন্নির জামিন কেন নয়, হাইকোর্টের রুল
- ০৪:১০ পিএম, ১৯ আগস্ট ২০১৯ মিন্নির স্বীকারোক্তির আগে নাকি পরে এসপির ব্রিফিং : হাইকোর্ট
- ০২:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০১৯ অবশেষে পাওয়া গেল মিন্নিকে পাঠানো নয়ন বন্ডের শেষ এসএমএস
- ১০:১৫ পিএম, ০৮ আগস্ট ২০১৯ যে কারণে হাইকোর্টেও জামিন হয়নি মিন্নির
- ০৮:২১ পিএম, ০৮ আগস্ট ২০১৯ ‘মিন্নিকে আসামি করে তো মামলার ১২টা বাজিয়ে দিয়েছে’
- ০৫:৩৪ পিএম, ০৮ আগস্ট ২০১৯ আমরা মর্মাহত : মিন্নির আইনজীবী জেড আই খান
- ০৪:২৯ পিএম, ০৮ আগস্ট ২০১৯ হাইকোর্টে জামিন মেলেনি মিন্নির
- ০৩:৩৫ এএম, ০৮ আগস্ট ২০১৯ রিফাত হত্যা : মিন্নির জামিন শুনানি আজ
- ০২:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০১৯ হাইকোর্টে মিন্নির জামিন শুনানি পেছাল
- ০৮:৫৮ এএম, ০৬ আগস্ট ২০১৯ রিফাত হত্যা : মিন্নির জামিন শুনানি আজ
- ০২:৪০ পিএম, ০৫ আগস্ট ২০১৯ মঙ্গলবার মিন্নির জামিন শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
- ১২:১১ পিএম, ০৫ আগস্ট ২০১৯ হাইকোর্টে জামিন চাইলেন মিন্নি
- ১২:২২ পিএম, ৩১ জুলাই ২০১৯ মিন্নির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন আদালতে
- ০৫:১৬ পিএম, ৩০ জুলাই ২০১৯ জামিন চাইলেন মিন্নি, বিচারককে ভিডিও দেখালেন ওসি
- ০৩:২৮ পিএম, ৩০ জুলাই ২০১৯ ফের মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
- ০২:০৫ পিএম, ৩০ জুলাই ২০১৯ রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব
- ০৯:১৪ এএম, ৩০ জুলাই ২০১৯ আজ ফের মিন্নির জামিন শুনানি
- ০৩:১১ পিএম, ২৮ জুলাই ২০১৯ মিন্নিকে নিয়ে বেশি উৎসাহী হওয়া উচিত নয় : পুলিশকে হাইকোর্ট
- ০৪:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৯ এবার মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার
- ০৩:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৯ মিন্নি অনেক ভালো আছেন : চিকিৎসক
- ১০:৩৭ এএম, ২৬ জুলাই ২০১৯ কারাগারে কেমন আছেন মিন্নি?
- ০৮:৫৩ এএম, ২৬ জুলাই ২০১৯ রিফাত হত্যার এক মাস : ২০ দিনের মধ্যে চার্জশিট
- ০৬:০৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ হাইকোর্টে জামিন পেতে মিন্নির পক্ষে লড়তে চান খন্দকার মাহবুব
- ০৩:১৫ পিএম, ২৪ জুলাই ২০১৯ ‘রাতে ঘুমাতে পারে না মিন্নি’
- ০১:৩৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ রিফাত হত্যার নতুন উদ্দেশ্য সামনে আনলেন মিন্নির বাবা
- ১২:১২ পিএম, ২৪ জুলাই ২০১৯ রিফাত হত্যা : আরিয়ানের জামিন আবেদন নামঞ্জুর
- ০৮:৫৫ এএম, ২৪ জুলাই ২০১৯ জবানবন্দি প্রত্যাহার করতে মিন্নির সঙ্গে কথা বলবেন তার আইনজীবী
- ০১:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৯ মিন্নির জামিন শুনানি ৩০ জুলাই
- ১২:০৬ পিএম, ২৩ জুলাই ২০১৯ মিন্নির জামিন চেয়ে ফের আবেদন
- ০৮:৩৩ পিএম, ২২ জুলাই ২০১৯ রিফাতকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলেন রিশান
- ০১:১১ পিএম, ২২ জুলাই ২০১৯ আদালতে মিন্নির দুই আবেদন নামঞ্জুর
- ০৭:৫৭ পিএম, ২১ জুলাই ২০১৯ দুই কারণে জামিন হয়নি মিন্নির
- ০৬:০৭ পিএম, ২১ জুলাই ২০১৯ কী আছে হেলালের মোবাইলে, যার জন্য মিন্নিকে মেরেছেন রিফাত
- ০৩:১৭ পিএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির বাবার বিরুদ্ধে মামলা করবেন রিফাতের বাবা
- ১১:৫২ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
- ১১:১৩ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নিকে সহায়তায় বরগুনায় ব্লাস্ট ও আসকের আইনজীবীরা
- ১০:৪৯ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির জামিন শুনানির আবেদন
- ০৮:৪৯ পিএম, ২০ জুলাই ২০১৯ আদালতে দাঁড়িয়ে ফরাজী বললেন রিফাত হত্যায় মিন্নি জড়িত
- ০৮:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৯ মিন্নিকে আইনি সহায়তা দেবেন দেড়শ আইনজীবী
- ০৭:২৯ পিএম, ২০ জুলাই ২০১৯ মিন্নিকে আইনি সহায়তা দিতে আইনজীবীদের টিম বরগুনায়
- ০৭:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ আদালতে রিফাত হত্যার স্বীকারোক্তি দিলেন মিন্নি
- ০৬:৪৩ পিএম, ১৯ জুলাই ২০১৯ ফের আদালতে মিন্নি
- ১০:৫৯ এএম, ১৯ জুলাই ২০১৯ ৫ দিনের রিমান্ডে রিশান ফরাজী
- ০২:৫৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ একটি মোবাইল ফোনকে ঘিরেই রিফাত হত্যার গল্প শুরু
- ০১:২৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ মিন্নির রিমান্ড বাতিলের আর্জি পাত্তাই পেল না হাইকোর্টে
- ১২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি
- ১২:০১ পিএম, ১৮ জুলাই ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : এবার রিশান ফরাজীও গ্রেফতার
- ০১:৩১ এএম, ১৮ জুলাই ২০১৯ মিন্নির পক্ষে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবী
- ১২:১৯ এএম, ১৮ জুলাই ২০১৯ আদালতের প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি মিন্নি
- ০৮:৩৬ পিএম, ১৭ জুলাই ২০১৯ মিন্নির গ্রেফতার নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা
- ০৩:৪০ পিএম, ১৭ জুলাই ২০১৯ ৫ দিনের রিমান্ডে মিন্নি
- ০২:৪৪ পিএম, ১৭ জুলাই ২০১৯ রিমান্ড চাইবে পুলিশ, জামিন চাইবেন মিন্নির বাবা
- ১০:৫৬ এএম, ১৭ জুলাই ২০১৯ ঘনিষ্ঠ বন্ধু ছিল রিফাত শরীফ ও নয়ন বন্ড
- ০৮:৫৯ এএম, ১৭ জুলাই ২০১৯ প্রধান সাক্ষী থেকে আসামি মিন্নি
- ১০:১১ পিএম, ১৬ জুলাই ২০১৯ যে কারণে গ্রেফতার হলেন মিন্নি
- ০৯:৩৮ পিএম, ১৬ জুলাই ২০১৯ স্বামী হত্যায় ফেঁসে গেলেন মিন্নি
- ১০:৫৩ এএম, ১৬ জুলাই ২০১৯ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে মিন্নি
- ০৬:৩৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সাইমুনের স্বীকারোক্তি, তৃতীয় দফায় রিমান্ডে রিফাত ফরাজী
- ১২:৫০ পিএম, ১৫ জুলাই ২০১৯ রিফাত হত্যায় সব অভিযুক্তকে আদালতে হাজির
- ০৩:০৩ পিএম, ১৪ জুলাই ২০১৯ রিফাত হত্যার তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ০২:৩৪ পিএম, ১৪ জুলাই ২০১৯ এবার সংবাদ সম্মেলন মিন্নির, শ্বশুরের বক্তব্য বানোয়াট
- ১২:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৯ মিন্নিকে গ্রেফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন
- ১১:২২ পিএম, ১৩ জুলাই ২০১৯ মিন্নির বাবা বললেন, রিফাতের বাবার মাথা খারাপ
- ১০:১১ পিএম, ১৩ জুলাই ২০১৯ কাঁদলেন রিফাতের বাবা, বললেন আমার পুত্রবধূই ভিলেন
- ০৮:৪৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ মিন্নির গোপন তথ্য ফাঁস করলেন শ্বশুর
- ০৫:৪৩ পিএম, ১৩ জুলাই ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : আবারও পাঁচদিনের রিমান্ডে আরিয়ান
- ০৩:২৬ পিএম, ১৩ জুলাই ২০১৯ রিফাত হত্যার আগের দিনও নয়নের বাসায় যান মিন্নি
- ০৬:৫১ পিএম, ১২ জুলাই ২০১৯ রিফাত হত্যা : রিমান্ডে রাব্বি-সাইমুন
- ১০:৩৪ পিএম, ১১ জুলাই ২০১৯ রিফাত হত্যা : ৬ নম্বর আসামি রাব্বি গ্রেফতার
- ০৪:৪৮ পিএম, ১১ জুলাই ২০১৯ এবার রিফাত হত্যায় স্কুলছাত্র রাতুল রিমান্ডে
- ১২:৪৫ পিএম, ১১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় রাতুল নামে এক স্কুলছাত্র গ্রেফতার
- ০৮:০৭ পিএম, ০৯ জুলাই ২০১৯ রিফাত হত্যা : তৃতীয় দফায় রিমান্ডে সাইমুন
- ১২:৪৬ পিএম, ০৮ জুলাই ২০১৯ সেই রামদা খুঁজে বের করে দিল রিফাত ফরাজি
- ১২:০৩ পিএম, ০৮ জুলাই ২০১৯ রিফাত হত্যা : আরও একজন গ্রেফতার
- ০২:০৪ পিএম, ০৭ জুলাই ২০১৯ আলোচনায় নতুন ফুটেজ, জিজ্ঞাসাবাদের জন্য আটক হতে পারেন মিন্নি
- ১১:৩১ পিএম, ০৪ জুলাই ২০১৯ রিফাত হত্যায় আরও দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ০২:২৭ পিএম, ০৪ জুলাই ২০১৯ ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না’
- ১২:৩৪ পিএম, ০৪ জুলাই ২০১৯ নয়ন বন্ডরা একদিনে তৈরি হয়নি : হাইকোর্ট
- ১১:০৪ এএম, ০৪ জুলাই ২০১৯ রিফাত হত্যা : ৯ জন গ্রেফতারের তথ্য হাইকোর্টে
- ০৪:২১ পিএম, ০৩ জুলাই ২০১৯ রিফাত ফরাজীর ৭ দিনের রিমান্ড
- ০৯:২৩ এএম, ০৩ জুলাই ২০১৯ বরগুনায় এবার রিফাত ফরাজী গ্রেফতার
- ১০:০২ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী
- ০৭:১৮ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের মৃত্যুতে এলাকায় মিষ্টি বিতরণ
- ১২:৫০ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের মরদেহ দেখতে মানুষের ঢল, স্বস্তি প্রকাশ
- ১১:৪৭ এএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের বর্ণনা দিলো পুলিশ
- ১১:১১ এএম, ০২ জুলাই ২০১৯ এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম : মিন্নি
- ১০:০৫ এএম, ০২ জুলাই ২০১৯ এবার ছেলের আত্মা যদি একটু শান্তি পায় : রিফাতের বাবা
- ০৬:১৪ এএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত
- ০৬:৫৭ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যার দায় স্বীকার করলেন দুইজন, তিনজন রিমান্ডে
- ০২:০২ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
- ০১:৪৮ পিএম, ০১ জুলাই ২০১৯ আমাকে মাফ করে দিস রিফাত
- ০১:৪৫ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাতের জন্য রাস্তায় দাঁড়াল ছাত্রলীগ
- ০১:১৩ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই
- ১০:১৪ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাতের খুনিদের গ্রেফতারের রিট করে জরিমানার ভয়ে আইনজীবী
- ০৯:৫৩ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যায় টিকটক হৃদয়সহ গ্রেফতার ২
- ০৬:৫২ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যাকাণ্ডের আসামি ধরতে সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ০১:৩৮ পিএম, ৩০ জুন ২০১৯ বরগুনায় রিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপির
- ১১:৫১ এএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যা : সাগর গ্রেফতার, পুলিশে চাকরি হচ্ছে না
- ১০:৪৪ এএম, ৩০ জুন ২০১৯ রিফাতের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট
- ১০:০১ এএম, ৩০ জুন ২০১৯ মানুষ কেন নিষ্ক্রিয়?
- ০৯:৩৮ এএম, ৩০ জুন ২০১৯ পুলিশে চাকরি পাচ্ছে রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য!
- ০৮:৫৪ এএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যাকারীদের তালিকা সীমান্তে, বেনাপোলে সর্বোচ্চ সতর্কতা
- ০৮:৩৮ পিএম, ২৯ জুন ২০১৯ লক্ষ্মীপুরে রিফাত হত্যাকারীদের বিচার দাবি
- ০৫:০৮ পিএম, ২৯ জুন ২০১৯ সাতক্ষীরায় রিফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি
- ০৫:০৪ পিএম, ২৯ জুন ২০১৯ বন্ধুর নামে স্ত্রীর জন্য সিম কিনে আটক সাইমুন
- ০৪:৪৭ পিএম, ২৯ জুন ২০১৯ ঝিনাইদহে রিফাতের খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি
- ০৩:২৭ পিএম, ২৯ জুন ২০১৯ রিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- ০১:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ সহিংসতায় নির্বিকার!
- ০১:১৫ পিএম, ২৯ জুন ২০১৯ আমি এতিম হয়ে গেছি : রিফাতের বাবা
- ১২:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ রিফাত হত্যার বিচার দাবিতে উত্তাল বরগুনা
- ০৮:৫৩ এএম, ২৯ জুন ২০১৯ যা আছে রিফাত হত্যাকাণ্ডের মামলায়
- ১০:১৯ পিএম, ২৮ জুন ২০১৯ শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে রিফাত হত্যার বিচার দাবি
- ০৬:৪২ পিএম, ২৮ জুন ২০১৯ মিথ্যা বলছেন মিন্নি, নয়নের সঙ্গেও বিয়ে হয়েছিল তার
- ০৫:০৯ পিএম, ২৮ জুন ২০১৯ মিন্নিকে অস্ত্রের মুখে জিম্মি করে কাগজে স্বাক্ষর নেয় নয়ন
- ০৩:৩৩ পিএম, ২৮ জুন ২০১৯ রিফাতের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান
- ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০১৯ রিফাত হত্যাকাণ্ডে পুলিশের কোনো গাফিলতি নেই : পুলিশ সুপার
- ০২:১২ পিএম, ২৮ জুন ২০১৯ মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা
- ০১:৩৪ পিএম, ২৮ জুন ২০১৯ আরও ১২ মামলার আসামি নয়ন ও রিফাত ফরাজি
- ০১:১১ পিএম, ২৮ জুন ২০১৯ দু’দিনেও গ্রেফতার হয়নি রিফাত ফরাজি ও নয়ন
- ১২:১৫ পিএম, ২৮ জুন ২০১৯ আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের
- ০১:৩৩ এএম, ২৮ জুন ২০১৯ রিফাত হত্যায় জড়িত নয় আটক চার যুবক
- ১২:৫৬ এএম, ২৮ জুন ২০১৯ কালো শার্ট-সানগ্লাস পরে রিফাত শরীফকে কোপায় রিফাত ফরাজী
- ১১:৪৮ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : যেভাবে আটক হলেন চার যুবক
- ১১:১২ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : ঢাকায় আসার পথে আটক ৪
- ১০:০৭ পিএম, ২৭ জুন ২০১৯ ছিঁচকে চোর থেকে পেশাদার সন্ত্রাসী নয়ন
- ০৯:২৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
- ০৭:৩৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় শিক্ষার্থীরা
- ০৭:০২ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের জানাজায় মানুষের ঢল
- ০৬:৫৪ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার
- ০৩:৪৫ পিএম, ২৭ জুন ২০১৯ নয়ন ও রিফাত ফরাজীর ফাঁসির দাবিতে সড়কে শিক্ষার্থীরা
- ০৩:০৭ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের খুনিরা যেন দেশ ছাড়তে না পারে : আইজিপিকে হাইকোর্ট
- ০২:৪৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের শরীরে ৮টি কোপের চিহ্ন পেলেন চিকিৎসকরা
- ০১:৩২ পিএম, ২৭ জুন ২০১৯ ‘বরগুনার হত্যার গ্রেফতার এবং বিচার হবে, হতেই হবে’
- ০১:২৪ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ০১:১৯ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের শ্বশুরকে মর্গ থেকে বের করে দিল বন্ধুরা
- ১২:৪৬ পিএম, ২৭ জুন ২০১৯ কাঁদতে কাঁদতে স্বামী হত্যার বর্ণনা দিলেন মিন্নি
- ১২:০০ পিএম, ২৭ জুন ২০১৯ পুলিশ কর্মকর্তার বাড়িতে চাপাতি নিয়ে যাওয়া এই সেই রিফাত
- ১১:৩৩ এএম, ২৭ জুন ২০১৯ বরগুনায় হত্যার ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, জানতে চান হাইকোর্ট
- ১১:১৪ এএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : সিসি ক্যামেরার আওতায় ছিল ঘটনাস্থল
- ১০:১১ এএম, ২৭ জুন ২০১৯ রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করলেন বাবা
- ১০:০৬ এএম, ২৭ জুন ২০১৯ অপরাধ জগতের পরিচিত মুখ ছিল দুই খুনি
- ০৯:৫৩ এএম, ২৭ জুন ২০১৯ রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
- ০৯:৩৮ এএম, ২৭ জুন ২০১৯ জেল থেকে বেরিয়ে কুপিয়ে হত্যা
- ০৯:০৭ এএম, ২৭ জুন ২০১৯ মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে বেরিয়ে লাশ
- ০৩:০৯ এএম, ২৭ জুন ২০১৯ স্ত্রীকে ‘উত্ত্যক্তের’ প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা
- ০৮:৫৩ পিএম, ২৬ জুন ২০১৯ সন্ত্রাসীর সঙ্গে যুদ্ধ করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী