ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচারপতির সংবর্ধনা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের হট্টগোল

প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিদায়ী সংবর্ধনার বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সভায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। পরে কোনো সিদ্ধান্ত ছাড়ায় সভা পণ্ড হয়ে যায়। রোববার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এ ঘটনা ঘটে।

বৈঠকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক অবসরে গেলে তাকে বিদায়ী সংবর্ধনা না দেয়ার ব্যাপারে সমিতির পক্ষ থেকে মত আসে। তবে এ সময় সংবর্ধনা দেয়ার জন্য দাবি জানিয়ে ব্যানার খুলে ফেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। পরে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার শেষে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামীপন্থি আইনজী্বীরা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সংবর্ধনা থেকে বঞ্চিত করছে।

অপর দিকে বিএনপিপন্থি আইনজীবীরা ওই বিচারপতিকে সংবর্ধনা দেবে না বলে জানিয়ে দেয়। পরে শতাধিক আইনজীবী জড়ো হয়ে মিছিল বের করে খুনি মানিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও শ্লোগান দিতে থাকেন। কালো মানিকের সংবর্ধনা সাদা জায়গায় হবে না, হবে না।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এমইউ আহমেদ মারা যাওয়ার ঘটনায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে খুনি বলে আখ্যায়িত করেন তারা।

এফএইচ/বিএ