ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিমানের দুই ট্রাফিক হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৪ জুলাই ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই ট্রাফিক হেলপারের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ট্রাফিক হেলপার এমদাদ হোসেন ও আবদুর রহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর বিমানবন্দর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৩ জুলাই) বেলা পৌনে ২টায় তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ারের একটি ফ্লাইট (টিজি ৩২১)। থাই বিমানে আসা কিছু কার্গো মালামাল প্যালেটে করে ইমপোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ওই সোনা নিজ হেফাজতে নেন হেলপার এমদাদ। তাকে সহযোগিতা করেন আরেক ট্রাফিক হেলপার মো. আবদুর রহিম।

জেএ/এনডিএস/এমকেএইচ

আরও পড়ুন